https://www.facebook.com/dearjhargram
প্রায় সবার জীবনেই এমন কিছু ঘটনা থাকে যা ভাষায় প্রকাশ করলেও সুম্পূর্ণতা পায়না . তেমনি কিছু টুকরো স্মৃতি যা আমি তোমাদের কাছে আজ শেয়ার করতে চাই।
কোনো এক বৃষ্টি
মুখর
রাত এ -
তোকে
প্রথম
বার
আবিষ্কার
করেছিলাম
আমাদের
বাড়ির
বারান্দা
তে . ছোট্ট
সাদা
কালো
শরীর টা কে
গুটিয়ে
রেখেছিলি
ভয়ে । বৃষ্টি
তে ভিজেও
গেছিলি . কুই
কুই
করে
ডাক
দিয়ে
একটু
আশ্রয় চেয়েছিলি . আমি
আর
আমার
ভাই
তোকে
কাপড়
দিয়ে
ঢেকে
,কিছু
খেতে
দিয়েছিলাম
. তুই অবাক
হয়ে
তোর
মায়া
ভরা
চোখ
দিয়ে
আমাদের
দেখছিলি।
সকাল
হলে
আমরা
দুই
ভাই
এর
তোকে
1 টা
ছোট্ট
ঘর
বানিয়ে
দেওয়ার
চেষ্টা , তুই
ছিলি ও
তাতে
বেশ
সুখেই।
আমার
1 ইশারায় ছুটে চলে
আশা , তোর
পুচকে
লেজ
তাকে
নাড়িয়ে
আনন্দের
বহির
প্রকাশ , সব
মনে
পরে।
হটাৎ
করে
তুই
আমাদের
ছেড়ে
গিয়ে
খুব কষ্ট
দিয়েছিলি। তোকে
অনেক
খুজেছিলাম
জানিস ?? পাইনি
রে।
কিছু
বছর
পরের
কথা
আমি
অন্য পাড়ায় তোকে এত
দিন
পরে
আবার ও আবিষ্কার
করলাম . তুই
তো
অনেক
বড়ো
হয়ে
গেছিস রে ? তুই
যদি
আমায়
দেখতে
পেয়ে
ছুটে না
অস্তিস
তাহলে
যে
তোকে
চিনতেই
পারতাম
না।
আমার
পেছন
পেছন
আমার
বাড়ির কাছে
এত
বছর
পরে
আবার এলি।
তোর
মনে
আছে
, কিন্তু দেখ
আমি ,আমার
ভাই
তোকে
চিনতেও
পারলাম না। অনেক্ষন
ছিলি
তারপর
আবারো
চলে গেলি . তারপর
থেকে
তোকে
মাঝে
সাজেই
সেই
পাড়াতেই
দেখতে
পেতাম .আমায়
দেখেই
তোর
ছুটতে
আশা টা এখনো
বদলায়
নি .
কিন্তু
আজকাল
আর
তোকে
দেখিনা
কেন
রে ?? তুই
ভালো
আছিস
তো ? ফিরে
আয়ে
বন্ধু
আমার । ।
তুই
1 মাত্র জানিস
ভালোবাসার
দাম
দিতে
বন্ধু । মানুষ
কে
ভালোবেসেও
কেউ
কেউ
অচেনা
হয়ে
যাই , পাশ কাটিয়ে চলে
গেলেও
চিনতে
পারেনা । তুই
শেখালি
বন্ধু
কে
কোনো
দিনই
ভোলা
যায়না .
ফিরে
আয়ে
বন্ধু
আবার
ফিরে
আয়ে , আজ
তোদের
মতো
বন্ধুর
আমাদের
মানুষের
জীবনে
বড়োই যে প্রয়োজন।
লেখা - সায়ন চ্যাটার্জী।