Wednesday, 16 August 2017

প্রিয় ডাকবাক্স


https://youtu.be/1qAF6hCjubE

প্রিয় ডাকবাক্স ,
রাস্তাই অনেক দিন পর তোমায় ওই ভাবে ঝুলতে দেখে বড্ড খারাপ লাগলো। এখন তোমায় আর আমার প্রয়োজন হয়না , তাই আর দেখা করিনা। ছোটবেলায় কতবার তোমার কাছে গিয়ে আমাদের আত্মীয় পরিজনের উদেশ্যে লেখা চিঠি তোমার কাছে নিশ্চিন্তে রেখে এসেছি। আর এখন কি দরকার বলো ?? সব সময় তো এখন আমরা সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছি , সামনে থেকে ভিডিও কলিং করে কথা বলে নিচ্ছি।
অনেক সুবিধা হয়ে গেছে যে - আর অপে
ক্ষায় থাকতে হয়না।


 সত্যি ইন্টারনেট আমাদের কত কাছে নিয়ে এসেছে একে অপরের বা হয়তো কাছে থেকে দূরে ? আগে খুব দূরে থেকেও বোধহয় বেশি কাছে ছিল সকলে ।
 

যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই অত লিখতে এখন আর ভালো লাগেনা আমার আগের মতো , তাই ছোট্ট করে বলে রাখি - 
ওরম ভাবেই থেকো , কেউ কাছে না এলেও , স্মৃতি গুলো রেখো যত্নে।

No comments:

Post a Comment

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...