Tuesday, 21 November 2017

Fire Dakha (ফিরে দেখা) Audio Book

https://youtu.be/7qRm9NkOXLg
ফিরে দেখা





Audio Book - https://youtu.be/7qRm9NkOXLg 

প্রতিটা গল্পে একজন গল্প কথক তার নিজের মতো করে কাহিনী শোনায় কিন্তু এই গল্পে আমরা  একটাই গল্প দুজনের  কাছ থেকে শুনবো দু রকম ভাবে  আসলে আমরা সব কিছুকেই নিজেদের মতন করে ভেবে নিই কে যে  ঠিক আর কে যে ভুল তার হিসেবে রাখা বড়োই কঠিন  তাহলে চলো শুনে ফেলি - এই গল্পের কথক দুজন পায়েল আর  অভি

পায়েল এর ভূমিকায় - দিয়া সরকার এবং অভির ভূমিকায় - সায়ন চ্যাটার্জী   

সাথে থেকো শুনতে থাকো শোনাতে থাকো


আমি পায়েল - একটা ছোট্ট শহরের আর কজন বাঙালি মেয়ের মতো  আমিও একজন ভালোবাসি গান শুনতে , বই পড়তে , নিজের পরিবারের সাথে সময় কাটাতে  আররর .... আমার ছোট্ট বেলার বন্ধুঅভি” - তার কথা মনে করতে



না  আমাদের মধ্যে কোনো যোগযোগ নেই সেও প্রায়  দু বছর হয়ে গেল  বাবার বদলি হওয়ার পরে শহরের সাথে  সাথে আমাদের  সম্পর্ক টা কেমন করে  যেন  আস্তে আস্তে আবছায়া হয়ে মিলিয়ে গিয়েছিলো 

বন্ধুত্ব , ভালোবাসা  কিংবা  প্রেম সে যাই হোক আমরা ছিলাম প্রতিদিন এর সঙ্গী ওর..র কথা আমার কাছে আর..র আমার কথা ওর..র কাছে আদানপ্রদান ছিল নিত্য দিনের রুটিন



সে যাই হোক সমস্যার সূত্রপাত হয় যখন আমরা কলেজ পাশ করলাম নিমেষের মধ্যে আমাদের আঘাত দিতে থাকে  সমাজের নিষ্ঠুর নিয়ম গুলো বাড়িতে বিয়ের চাপ আসতে থাকে  প্রতি দিন আত্মীয় স্বজন দের আমায় নিয়ে চিন্তা একটু একটু করে বেড়েই যেতে লাগলো

আমিও স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে - আমি চাকরি ছাড়া কিছুই ভাবছি না  ওসব বিয়ে টিয়ে আমি এখন করবো না

চাকরি তো ছিলই , সাথে ছিল মনে মনে অভির প্রতি আমার ভালোলাগা অন্য কারোর সাথে ঘর বাধার কথা ভাবতেই পারতাম না 

কিন্তু অভি ?? ওরর কোনো হেল দোল  নেই  দেখে ঠিকই বুঝতাম যে আমায় কতটা ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতো না আমি তাই একদিন অভি কে বললাম - অভি পারবিনা আমায় নিয়ে এভাবেই সারা জীবন এক সাথে চলতে ??

অভি - হ্যাঁ কেন পারবো না ?



খুব সহজেই বলে দিয়েছিলো হয়তো আমার কাছে এটাই শোনার অপেক্ষায় ছিল  



কিন্তু ওই যে বললাম ? সময়টা ছিল বড্ডো খারাপ  -- বাবা হটাৎ করেই আমাদের সম্পর্কের কথা জেনে যায় তারপর  একদিন অভি কে ডাকে আমাদের বাড়িতে



খুব সাধারণ যা হয় - বাবা অভি কে জিজ্ঞেস করতে থাকে কি করা হয় ? ফিউচার প্ল্যান কি ? এইসব

অভি তখন ঠিক করে উঠতে পারেনি যে সে কি করবে সারা দিন বন্ধু বান্ধব , গান বাজনা , ঘুরে বেড়ানো এই নিয়েই ছিল সে

দায়িত্ববোধ ছিল বড্ডো কম -



আমার  বাবা  স্পষ্ট জানিয়ে দিয়েছিলো যে - এক বছরের মধ্যে ভালো চাকরি জোগাড় না করতে পারলে এই সম্পর্ক নিয়ে না ভাবতে

কিন্তু ওই  -- “দায়িত্ববোধ ছিল বড্ডো কম” - চাকরি যদিও বা একটা জুটিয়েছিলো সেটাও হাত ছাড়া করলো নিজের দোষেই  কত বার বুঝিয়েছিলাম

তারপরে আমাদের নতুন শহরে চলে আসা , অভির সাথে প্রতিদিন এর  তর্ক বিতর্ক , একে ওপরের ফেইসবুক / হোয়াটসআপ প্রোফাইল ব্লক করে দেওয়া এই সব আমাদের অনেক  দূরে সরিয়ে দিলো

না..হঃ এখন আমি বেশ আছি  স্কুলে চাকরি পেয়েছি , নতুন শহরে নতুন করে নিজেকে গুছিয়ে নিয়েছি  বিয়ে ?? না সেটা করিনি এখনো - বাবা অনেক বলে তাও করিনি  আসলে  কাউকে ভালোবাসতে  না পারলে  তার সাথে সংসার গড়ার কথা আমি ভাবতেই পারি না এখনো



আচ্ছা অভি কেমন আছে ?? ওরর  মনে পরে কি আমার কথা কখনো ??




আমি অভি , আমাদের ছোট্ট শহরে আর কজন বাঙালি ছেলেদের মতো আমিও একজন ভালো বাসি গান বাজনা  , বন্ধুদের সাথে হৈ হুল্লোড় আড্ডা , এই সব নিয়ে থাকতে  আর ছিল আমার বিশেষ একজন  পায়েল”-- ছিল কারণ আমাদের মধ্যে এখন আর  যোগাযোগ নেই - অথচ ওর কাছেই আমার ছিল আমার সুখ দুঃখের সমস্ত  আলোচনা  ওর..র সাথে একদিন কথা না বললেও আমার দিন টাই অপূর্ণ থেকে যেত  


বেশ ছিলাম ভালোই কিন্তু কলেজ পাশ করার পরেই সব কেমন করে যেন পাল্টাতে থাকে , চেনা মানুষ গুলো  আমার যোগ্যতার বিচার করতে থাকে আমার পকেটের টাকার হিসেবে 



ভালোবাসতাম খুব পায়েলকে  বলতে পারতাম না এই ভয়ে যদি বন্ধুত্ব নষ্ট হয় ?

আর পায়েল চিরকাল আমার থেকে সব বিষয়ে এগিয়ে ছিল সে পড়াশোনায় হোক বা প্রেম নিবেদনে

সব ঠিক ছিল কিন্তু আমাদের পাড়ার এক কাকা পায়েলের বাবা কে সবটা জানিয়ে দেয়

আর কি  ওর..র বাবা আমায় ডেকে পাঠায় ...দু একটা কথা শোনায়- আরর এটাই জানিয়ে দেয় যে বছরের মধ্যে ভালো কিছু করে দেখতে হবে ,নইলে এই সম্পর্কের ইতি টানতে হবে।

তারপর অনেক চেষ্টার পর পেয়েও গিয়েছিলাম  - “Sales Executive ” - এর একটা কাজও কিন্তু প্রতিদিন এর টার্গেট , বসের ডেইলি রিপোর্টের তীরে  আমি বিদ্ধ হলাম চাকরিটা হলো না আমার দ্বারা 
তারপর থেকেই পায়েলের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম  ওদের পরিবারও নতুন শহরে চলে গিয়েছিলো 

আমার ওপর বোধ হয় আর বিশ্বাস ছিল না - শুরু হলো রোজকার সেই একই ঝামেলা কি করতে চাই এই নিয়ে একদিন রাগের মাথায় বলেই দিলাম - "এই শোন্ তোর যদি আমায় নিয়ে এতই প্রব্লেম তাহলে আর ফোন করিস না "

ব্যাস !! বলেছিলাম তো রাগের মাথায় কিন্তু উনি এটা কে সত্যি সত্যি মেনে নিলো  / দিন  কোনো ফোন আসেনি আর আমিও করিনি

তারপর শুধু ফেইসবুক , হোয়াটস্যাপ থেকেই নয় - মনের দিক থেকেও আমরা সরে গেলাম অনেক দূরে
আপাততঃ আছি আমি বেশ ভালো মন্দে। এরই  মধ্যে আরো কটা চাকরি বদল করে ফেলেছি।  
 
আজও ভাবি কি সত্যি আমায় ভুলে গেছে? না মনে পরে মাঝে মধ্যে হলেও আমার মতো ??

Audio Book - https://youtu.be/7qRm9NkOXLg

 

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...