Thursday, 16 November 2017

Radio Milan 90.4 FM

Inauguration Ceremony of Radio Milan 90.4FM


Just Tune - 90.4MHz FM Radio স্টেশন। ঝাড়গ্রামে আজ একটি স্বয়ংসম্পূর্ণ এফএম রেডিও স্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু হল, নাম > ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’।
গত   04.11.2017 বিকেল ৩ টায় সি.এফ.এন্ড্রুজ মেমোরিয়াল স্কুলের দোতলায় তার উদ্বোধন করেছেন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। বিশেষ অতিথিরা ছিলেন  বিধায়ক সুকুমার হাঁসদা, জেলাশাসক আর অর্জুন, পুলিশ অধীক্ষক অভিষেক গুপ্ত, সহ জেলাশাসক টি বালাশুভ্রামানিয়াম, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো।



রেডিও জকি থাকছেন ট্যামি, মৌ, সৌরভ, সোমা, কোয়েল, যাদের গলার আওয়াজে ঝাড়গ্রামবাসীরা সরাসরি উপভোগ করবেন ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’। শোনা যাবে পছন্দের গান। একশো কিলোমিটার এলাকা জুড়ে শোনা যাবে অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু এলাকাতেও এফএম শোনা যাবে।



এই উদ্বোধনের দিনে ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’ -এর সারাদিনের অনুষ্ঠান সূচিটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম,শুনতে ভুলবেন না! তাহলে আর দেরি কেন,এখনই সেট করে দিন 90.4MHz!

5 A.M - 6 A.M : Bhaktigiti
6 A.M - 7 A.M : Rabi Ragini with RJ Rimmi
7 A.M - 10 A.M : Good Morning Jhargram
11 A.M - 12 P.M : Back To Back Hits
12 P.M - 2 P.M : Take A Break with RJ Sourav
2 P.M - 3 P.M : Back 2 Back Golden classic songs(10pcs of 90's songs will be on Air)
3 P.M - 6 P.M : Branch Time Betar with RJ Mou
6 P.M - 8 P.M : Music Da Dhaba with Koyal
8 P.M - 11 P.M : Rater Sohor with RJ Tammy

1 comment:

  1. এই অনুষ্ঠানে গুলো এখন হয় না কেনো

    ReplyDelete

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...