সেখানে একটা বেঞ্চের ধরে বসে আছে মেয়েটি।
তন্ময় এগিয়ে যায় মেয়েটির কাছে। সামনে কিছুটা যেতেই মেয়েটাও উঠে গেল।
তন্ময় বললো - আজ পালিয়ে যেও
না প্লিজ। তুমি তো ধরাও দিতে চাও না , কথা বলো ??
মেয়েটি দাঁড়িয়ে থেকেই বলে উঠলো - সবাই খালি ছুঁতে চায় কেন ? মন কেও তো কাছে করা যায় ?
এই
প্রথমবার মেয়েটির কণ্ঠ স্বর শুনতে পেলো তন্ময়। গলার এমন ঝংকার কিছু ক্ষণের জন্যে সময়টা কে যেন থমকে দিলো।
তন্ময় জিজ্ঞেস করলো তোমার নাম কি ?
মেয়েটি নিজের চুলের মধ্যে কয়েকটা আঙ্গুল দিয়ে খেলতে লাগলো তারপর বলে উঠলো ......নাম জেনে কি করবে শুনি ?? তুমি তো আমার স্বপ্ন।
স্বপ্নেরও নাম থাকতে হয় বুঝি ?
তন্ময় - আজ্ঞে না আমি তোমার নই বরং তুমি আমার কল্পনা । আমি তোমায় গড়েছি আমার কল্পনায়।
মেয়েটি - হা
হা হা !! তাই ?
তন্ময় - হ্যাঁ তা নয়তো কি ?? আচ্ছা চলো আমি তোমার স্বপ্ন।, এবারে তোমার টা বলে ফেলো দেখি।
মেয়েটি - তাহলে আমিও তোমার কল্পনা।
তন্ময় -বেশ বেশ...
যাই হোক তোমায় পাশে একটু
বসতে পারি ?
কল্পনা - আজ
যে ফিরে যাওয়ার পালা মশাই।
সকাল যে হয়ে এল , বাস্তবের জগৎ -এ ফিরে যাওয়ার পালা।
তন্ময়ের ঘুমটা গেলো ভেঙে।
স্বপ্ন এত টা সুন্দর কি করে হতে পারে ? বাস্তবের জগতের থেকে অনেক ভালো ছিল তন্ময়ের কল্পনা।
সেদিন পুরো দিনটাতেই কাজের মধ্যেও
তন্ময়ের
মাঝে মধ্যেই মনে পড়ছিলো
তার স্বপ্নকে নায়িকা কে।
এভাবেই বেশ
কেটে গেল কিছু দিন তন্ময়ের।
একটা ব্যাপার লক্ষণীয় - তন্ময়ের ইচ্ছে হলেই সেই কল্পনা ধরা দিতো না।
ঘুম এলেও সমসময় তাকে দেখা যেত না।
যেদিন স্বপ্নে তাদের দেখা হতো না , সেদিন তন্ময়ের খুব মন খারাপ হয়ে যেত । আর যেদিন দেখা হতো সেদিন ওরা অনেক গল্প করতো। মানুষ কি পারে তার কল্পনার প্রেমে পরতে ?? এও কি সম্ভব ??
সম্ভব না হলেও এটাই বাস্তব যে তন্ময় প্রেমে পরে গিয়েছিলো আবারো একবার -তবে এবারে বাস্তবের নয় - কল্প প্রেম।
ঘুমের শহরে স্বপ্ন আর কল্পনার আরো একটু করে কাছে আসা।
স্বপ্ন (তন্ময়) - কল্পনা তুমি আমার এত কাছে হলে কি ভাবে ? আমি তো তোমায় দেখিও নি।
কল্পনা - দেখোনি বলেই তো আমরা এত কাছে , না হলে একদিন ঠিক মন ভরে যেত আমায় দেখে।
স্বপ্ন - হারানোর বড্ডো যে ভয় ছিল , এখন আর নেই কারণ কল্পনা হারিয়ে যায় না , নিষ্ঠুর বাস্তবের মতো।
কল্পনা তুমি
কেন বাস্তবের হতে পারোনা ? যদি হতে তাহলে তো আমাদের জীবন কতটা সহজ হতো বলো ?
কল্পনা - স্বপ্ন যখন
সত্যি হয় তখন সেটার আর মূল্য থাকে না। তাই
থাক না স্বপ্নের কল্পনা হয়ে এই ভাবেই ?
স্বপ্ন - কিন্তু এখন
আমি যে আমার কল্পনাকেই ভালোবেসেছি।
কল্পনা - তাই তো স্বপ্নেই আমাদের কল্প প্রেম বেঁচে থাকবে চির কাল।
এভাবেই চলছিলো প্রায়
প্রতি রাতেই স্বপ্ন কল্পনার কল্পপ্রেম।
No comments:
Post a Comment