Thursday, 10 August 2017

Jhargram Raja Raghunath Memorial sports Club (RMS)

Jhargram Raja Raghunath Memorial sports Club (RMS)


বহু বছর আগে(ESTD -1922) ঝাড়গ্রাম রাজবাড়ীর উদ্যোগে এই মাঠটি  তৈরী করা হয়েছিল

কিন্তু বর্তমান এই ক্রিকেট  একাডেমী  টির   জন্ম  হয় 2011 তে । এ মাঠটির working প্রেসিডেণ্ট হলেন - সুভেন্দু বিজয় মল্লদেব। 

District থেকে  সুশীল  শিকারী  (State লেভেল  এর  CAB -  একজন  কর্মকর্তা) - তিনি  প্রথম  এখানে  15 দিনের  একটি  ক্যাম্প  তৈরী  করেনসাথে  ছিলেন  সন্দীপ  পাটিল  ( তৎকালীন  ভারতের  ক্রিকেটের ) - ওনারা  এটিকে  উদবোধন  করেন  এবং  সেই  ক্যাম্প  থেকেই  এই  ক্রিকেট  একাডেমী  টির  জন্ম এখন  5 বছর  ধরে  এটি  চলছে  এখানে  স্টুডেন্টদের  (ছেলে  এবং  মেয়ে  মিলিয়ে )  সংখ্যা  90  জন  , আছেন  3 জন  কোচ  (মিলয় বেরা ,মিঃ রাও  & বাবাই  )  এছাড়াও  অফিসিয়ালি   CAB (Cricket Association Of Bengal)  থেকে  প্রতি  বছর  6 মাসের  জন্যে  কোচ  পাঠানো হচ্ছে 

এখানে  ঝাড়গ্রামের  লোকাল  ছেলেরা ছাড়াও আরো  বিভিন্ন  জায়গা  থেকে  স্টুডেন্টসরা  আসে  গোপীবল্লভপুর  , বেলেবরা,মানিকপাড়া ,ধেরুয়া ,লালগড় ,শিলদা , বেলপাহাড়ি ,বেলপুর ,পুরুলিয়া  ইত্যাদি 

এই  একাডেমী  থেকে  বর্তমানে  District  লেভেলের  5/6 জন  স্টুডেন্ট  আছে  বিভিন্ন বয়সের (Under14 ,16,19) ,

State লেভেলেও প্রত্যেকবার   2/3  জন করে  যায়  

5 বছরে  10 -12 টা  টুর্নামেন্ট    খেলে বিজয়ীপ্রাপ্ত হয়েছে এখানে। তা  ছাড়াও   এখানে  কিছু  ছেলে  আছে  যারা  অন্যান্য  টুর্নামেন্টে  গিয়ে  Man Of The Match স্বীকৃতিও  পেয়েছে 

পশ্চিমবঙ্গের  এক  মাত্র  এই  ঝাড়গ্রাম   RMS Cricket Camp টি  Business খাতিরে  ব্যবহৃত  হয়  না  , উল্টে  অনেক  দুঃস্থ  গরিব দের  ফ্রি  তেই  প্রাকটিস  করানো  হয় কমিটি  একেবারেই  নিঃস্বার্থ  ভাবে  ক্যাম্পটি  তৈরী  করে পরিচালনা করছেন - রীতিমতো  নিজেদের  টাকা থেকে আর  সামান্য  কিছু  লোকাল  Businessman দের অনুদান দিয়েই   ক্যাম্পটিকে  চালাচ্ছেন



এখানে  মূল  উদ্দেশ্য  হলো  প্রতিভাসম্পন্ন  ছেলে  মেয়েদের  সঠিক প্রশিক্ষণ দিয়ে  ভালো  জায়গায়  প্রকাশ  করানো 


বর্তমান সরকার যদিও 1 বছর আগেই মাঠের বাউন্ডারি তৈরি করেছে -

এছাড়াও  যদি  একটু  ক্যাম্পটির  জন্যে  আরো কিছু  আর্থিক  সাহায্য  করে তাহলে ভালো  হয়  , বিশেষ  করে    - ড্রেসিং  রুম  , ছেলে  মেয়েদের  জন্যে  আলাদা  বাথরুম  , ক্লাব  হাউস  , ফিল্ড  রিপেয়ারিং এর  জন্যে কিছু যদি সরকার খরচ করে তাহলে এখন কার স্টুডেন্টসদের খুব উপকার হয়  এছাড়াও  CAB  থেকে   পার্মানেন্ট  কোচ  দেওয়াটাও খুব জরুরি

আশা করা  যায় ভবিষ্যতে এখাকার ছেলে মেয়েদের স্বার্থে  সরকার বিষয়টি কে গুরুত্ব দেবে      

তত্থ সূত্র - প্রবীর কৃষ্ণা জানা,  পূর্ণেন্দু কুমার পাহাড়ি  এবং  দেবকুমার মাহাতো। (RMS)

Youtube - https://youtu.be/mQozlOmvHps

FB Page - https://www.facebook.com/dearjhargram

2 comments:

  1. Follow us on Instagram - https://www.instagram.com/dearjhargram/
    Follow us on Twitter - https://twitter.com/Dearjhargram

    #Dearjhargram

    #Jhargram

    ReplyDelete

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...