Wednesday, 15 November 2017

লোম দিয়ে যায় চেনা।


লোম দিয়ে যায় চেনা ।

(পর্ব - ১)


লেখা:- সায়ন চ্যাটার্জী।







এএএ মা গো !! কে তুই ??  😡
একি অবস্থা তোর ?? দাড়ি গোঁফ গুলো কে উড়িয়ে দিলো রে ?? ঝিঙ্কু চিৎকার করে উঠলো
চব্বো পাড়ার পার্কে বেঞ্চে বসে অপেক্ষা করছিলো ঝিঙ্কু মন্টি কে দেখেই এই চিৎকার -- এমনিতেই ১৫ মিনিট দেরি করে এসেছে তাও আবার তার বদনের ঝোপ ঝাড় গুলো কে সব উড়িয়ে দিয়ে 😊
বেচারা মন্টি এসেছিলো ডেটিং করতে ,
কিন্তু বেরোনোর সময় তার মা হটাৎ করেই - তাকে জংলী হনুমান বলায় তার শখের Beard Look এর ওপর ব্লেড চালাতে হয়েছিল
এই নিয়ে প্রতিনিয়ত মন্টির সাথে মা vs ঝিঙ্কু চলতেই থাকেলোম ছাড়া বদন তার মা - এর কাছে গোপালের মতো , কিন্তু ঝিঙ্কুর কাছে গোবেচারা শিশু
এবারে কাকে খুশি করবে বেচারা মন্টি ??
যুগ বদলেছে সাথে সাথে Style Statement....কিন্তু কিছু জিনিস যে ফিরে ফিরে আসে তা লক্ষণীয়  😯
এই যেমন ধরুন ৭০ - ৯০ দশকের বহু ফিল্মের নায়কের লোমশ চেহারা সাথে পুরুষালি গোঁফ -এর দেখা মিলতো পরে অবশ্য গোঁফ ব্যাকডেটেড হয়ে গেল সেই ফিল্ম এর হাত ধরেই মেয়েদের মধ্যে তখন ছেলেদের Clean Shaven Look... তখন ট্রেন্ড / হট ফেভরিট 😎
তার মানে একটা কথা বলতেই হয় যে ঠিক ভুল বলে কিছু নেই ?? তাই তো ?? এই যেমন এখন ছেলেদের বুকে লোম থাকা মানেই অনিল কাপুর এর আখ্যা পাওয়া কিংবা সানি দেওল তাদের কে নিয়ে আফ্রিকার অভিযান নিয়ে ট্রোল তো কম হয় না বিভিন্ন ফেইসবুক পেজ গুলো তে 🤣
তার মানে আজ যেটা Fashion Trends...কিছু বছর পরে সেটাই Back dated আর এই জন্যে বেচারা মন্টি দের আজ বড়োই বিপর্যয়
"
যাই হোক গল্পে ফেরা যাক "—
মন্টি কাচুমাচু হয়ে ঝিঙ্কু কে জানালো যে আগামীকাল তার চাকরির ইন্টারভিউ আছে তাই এমনিতেও তাকে কাটতেই হতো  🤨
ঝিঙ্কু চোখ তুলে বললো উহঃ তাই বলে আজ ?? তোকে দেখে এখন লোকে আমার  ভাই ছাড়া কিচ্ছু ভাববে না  😏
মন্টি :- তাতে অসুবিধা কোথায় ?? ভালো তো
ঝিঙ্কু :- এই শোন্ কত দিন লাগবে তোর আবার গজাতে ??
মন্টি :- মানে ?? কি ?? দাড়ি ?? 🤔
ঝিঙ্কু:- হ্যাঁ আবার কি ?? বলবি কি ??
মন্টি:- / দিনের মধ্যেই এসে যাবে কেন বলতো ?? 😯
ঝিন্টু পার্কের বেঞ্চ থেকে উঠে পড়লো আর একটু মন্টির চুল গুলো নাড়িয়ে বললো চল তবে পরের সপ্তাহে দেখা করবো আজ চলি বাচ্চা ছেলে --- আর খবরদার আর কক্ষনো কাটবিনা কিন্তুতোকে beard look... না !! উফফফ হেব্বি হ্যান্ডসম লাগে  😍
আজ দিলি তো মেজাজ টা খারাপ করে ?? চল তাহলে টাটা 😏
মন্টি বাধ্য হয়ে হাত নাড়িয়ে টাটা বলে নিজের গালের চার দিকে আঙ্গুলগুলো একবার বুলিয়ে দিয়ে বাড়ির দিকে পা বাড়ালো   🚶‍♂
.. (
চলবে )
 

FB - https://www.facebook.com/GalpoKahini

 

 

 

 

2 comments:

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...