Friday, 23 June 2017

ফিরে পাওয়া - ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের হারানো দিন গুলো




আবার ফিরে পাওয়া  - ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের হারানো দিন গুলো  


-   লেখা - সায়ন চ্যাটার্জী। 

হারানো দিন গুলোকে ফিরে পেতে কে না চায় ?? সবাই বলে যা কখনোই সম্ভব নয়

কিন্তু আমি যদি বলি সম্ভব ?? কি বলছেন ? কি ভাবে ?? তাহলে  চলুন আপনাকে নিয়ে যাই আমার হারানো কিছু দিনে -



 সেদিন হটাৎ করেই চলে গেলাম আমার জীবনের প্রথম স্কুলের দিকে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুল -

এত গুলো বছর পেরিয়ে এসেছে বদলে গেছে অনেক কিছুই - এখন তো হাই স্কুল হয়ে উঠেছে , মাঠের দিকে বেশ কিছু নতুন  বড়ো বিল্ডিং এখন  দেয়াল দিয়ে ঘেরা   আমাদের সময় এটা ছিল না  

যাই হোক আমি  পুরোনো বিল্ডিংটার দিকেই এগিয়ে গেলাম যেটা রাস্তায় ঠিক সামনেই স্কুল এর সামনের দিকটা এখানেই এই সেই জায়গা যেখানে কত পুরোনো স্মৃতি জুড়ে রয়েছে  - মনে পড়লো কত কষ্টে বুঝিয়ে শুনিয়ে আমায়  এখানে মা বাবা ছেড়ে দিতো গেট এর সামনেঢুকতেই চাইতাম না

পরে অনেক কষ্টে চোখের জল নিয়ে  অভিমান করে  একবার ও আর তাকাতাম না ওদের দিকে বনানী মিস আমার হাত ধরে সোজা ক্লাস রুম এর দিকে নিয়ে যেত 

সময়ের সাথে  সাথে কষ্ট হলেও মানিয়ে নিয়ে ছিলাম পরে -

তারপরেই শুরু হলো আমার দুর্দান্ত প্রতাপ দুস্টুমির নিদর্শন , ঘন্টা বাজিয়ে প্রার্থনার লাইন আমায় চুপ করিয়ে দাঁড় করানোটাই  শিক্ষকদের প্রতিদিন এর রুটিন হয়ে গিয়েছিলো

কবিতা ম্যাডাম কে জমের মতো ভয় পেতাম  অংকের ক্লাস হলেই মার একটু হলেও আমার জন্যে বরাদ্দ ছিল   

যদিও রত্না মিস , কবিতা মিস , রেখা মিস আমায় বেশ ভালোবাসতো হয়তো বেশি দুস্টুমি করতাম  বলেই

আবার আবদার করে বনানী মিস এর কাছে টিফিন এর একটু বেশি চেয়ে নিতাম আমার আবার যেদিন ডিম্ দিতো টিফিন খুব বাজে লাগতো আমি সেটার পরিবর্তে কেক / মুড়ি মাখা চেয়ে নিতাম

ডিম্ গুলো পুরো ক্লাস রুম মাখামাখি হতো , ছোড়াছুড়ি   তাই হয়তো ডিম্ এর দিন নিজেকে লুকিয়ে রাখতাম   

যদি আবার কেউ আমায় ছুড়ে মারে….

এই সব চিন্তা করতে করতেই হটাৎ করে স্কুল এর সামনের দিকে ওপরের ঠিক সামনের ক্লাস এর জানালার দিকে চোখ গেল -

তিনটে ছেলে তাকিয়ে আমার দিকেই। 

মনের কোণায় একটা  ঝিলিক দিয়ে উঠলো যেন পুরোনো দিনটাই চোখের সামনে দেখছি -

এটাই তো সেই  জানলা যেখান থেকে একবার আমি আর প্রীতম পথচলতি ১ বুড়ি কে  একবার ডাইনি বুড়ি বলে ফেলে  কি ঝামেলাটাই না বাঁধিয়েছিলাম। বুড়ি সোজা আমাদের হেড স্যার কে  এসে নালিশ জানিয়ে দিয়েছিলো।



এইই ওই দিকে কি আছে হ্যাঁ ?? এদিকে তাকাও --   



আমার চমক ভাঙলো দেখলাম পুচকে গুলো আবার মুচকী হেসে তাদের মাথা জানলা থেকে সরিয়ে নিচ্ছে ।



এরমটাই তো হতো আমাদের যা আজ ও হচ্ছে -



হয়তো সময় পেরিয়ে যায় সময় এর নিয়মেই-- কিন্তু দিন গুলো ফিরে ফিরে আসে কারোর না কারোর মাধ্যমে  
 তুমি কাল যা  কাটিয়ে গেছো তা আবার অন্য কেউ কাটাচ্ছে একই ভাবে  এটাই নিয়ম আমিও অল্প  হেসে রাস্তা ধরে দিলাম পারি নিজের উদ্দেশ্যে



আপনারাও চলে যান সেই সব স্মৃতি মাখা জায়গায় , ঘুরে আসুন না ?  নিজেদের অতীত কে এই  ভাবেই হয়তো আমার মতোই  ফিরে পেয়ে যেতে পারেন 

Tuesday, 20 June 2017

লিঙ্গ সমতা

আমার এই বক্তব্য সেই সমস্ত মেয়েদের জন্যে , যারা বিশ্বাস করে যে তারাও ছেলেদের মতোই সমানে সমান। মেয়েরা আজ সব কিছুই করতে পারে যা আজ অব্দি শুধু ছেলেরাই করে এসেছে।

সত্যি খুব আধুনিক চিন্তাধারা . আমিও সাপোর্ট করি . .কিন্তু নারীদের কাছে আমার একটি বিনীত অনুরোধ দয়া করে তোমরা কয়েক মানসিকতার পরিবর্তন ও করো সময়ের সাথে সাথে . . তোমরা প্রেম করো নিজেদের ইচ্ছে তে . .কিন্তু সেই প্রেম কে ভেঙে ফেলো মা বাবার ইচ্ছে রাখতে . . তাহলে তোমরা প্রেম কারো শুরু থেকেই মা ,বাবার permission নিয়ে ????
 তা না হলে নিজেদের সির্ধান্ত নিজেরাই নিতে শেখ। তোমরা মেয়েরা বিয়ে করো শুধু মাত্র successful ছেলেদের . . কেন ? ? আমরা ছেলেরা যদি বেকার মেয়েদের বিয়ে করতে পারি , তাহলে তোমরা কেন পারবে না ??

পারবেনা ভালোবাসার মানুষটির পশে থেকে তাকে সাপোর্ট করতে ? মেয়েরা তো equality দাবি করে। তো সেটা প্রমান করে দেখাও ?? তোমরা যেদিন থেকে নিজেদের decisions নিজেরাই নেবে সেদিন জানবে সত্যি সমাজে উত্তম চিন্তাধারা শুরু হয়েছে।

Gender equality


My statement is for those girls who believe they are equal in the same way as boys. Girls can do everything today, which has just been done by sons only today.
Truly very modern thinking. I also support. But please, my sincere request to women, please change some of your mentality and with time you will. .

 You love yourself But to break that love, parents want to do it. . Then you love mother, father, from the beginning. If not, then learn to take your own decisions. You girls get married just successful boys . Why? ? If we can marry an unemployed girls, then why can not you?

Can you support him from the love of the man? The girls claim that they are akin. . So prove it? The day you take your own decisions, you will know that society has started thinking good thoughts. How long will you sit on your parents, boyfriend, husband?

 You girls become real independence. You also stand beside an unsuccessful boys, by being self-sufficient ... It should be true on that day that girls will be equally equal to boys.

My friend


At a rainy night .For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from the fear. He used to cry in the rain, who asked for a little shelter.I and my brother covered you with clothes and gave you something to eat. You were surprised to see us with your eyes filled with eyes.In the morning, we made two brothers a small house for you, you were very happy.I hope you run out of one of your wishes, your expletive flashes of joy, and you all remember.
Then, after a day, you left us and cried very much. Did you know so much? I did not get it.
A few years later - I discovered it again a day after another day in another place -You have grown too much? If you see me, you do not get stuck, then you can not recognize him. After coming back to my house after so many years again .
 
 You all remember, but I am not able to recognize you and also my brother. It was then that I went again and again ... and then you could see it in the same area. Seeing me, it has not changed yet.
But why do not you see me now a days ? Are you okay?? 
Come back to me my friend.

→ Confession: - Your only friend knows only about the price of love.
 
Some people are unaware of the love of the person, even if they pass by the side can not recognize. As long as they are interested in knowing each other, yes !! We are the people.


There you can not forget the friend who can not be forgotten any day.I am back to my friend .. Please Come back again, --- 

Today, as much as you need a friend in our human life.
~ Sayan Chatterjee


বন্ধু আমার



এক  বর্ষণমুখর  রাত  এ. . 


তোকে  প্রথম  বার  আবিষ্কার  করেছিলাম  আমাদের  বাড়ির  বারান্দাতে - ছোট্ট  সাদা  কালো  শরীর  টাকে  গুটিয়ে  রেখেছিলি  ভয়ে বৃষ্টি  তে  ভিজেও  গেছিলি , কুই  কুই আওয়াজ  করে  একটু  আশ্রয়  চেয়েছিলি। 

আমি  আর   আমার  ভাই  তোকে  কাপড়  দিয়ে  ঢেকে ,কিছু  খেতে  দিয়েছিলাম। তুই  অবাক  হয়ে  তোর  মায়া  ভরা  চোখ  দিয়ে  আমাদের  দেখছিলি।

সকাল  হতেই  আমরা  দুই  ভাই  তোকে একটা  ছোট্ট  ঘর  বানিয়ে দিয়েছিলাম , তুই  ছিলোও  তাতে  বেশ  সুখেই। 

তোর  আমার  এক  ইশারায়  ছুটে  আশা , তোর  পুচকে  লেজটাকে  নাড়িয়ে আনন্দের   বাহির  প্রকাশ, সবই  মনে  পরে।  

 তারপর ১ দিন হটাৎ  করেই  তুই  আমাদের  ছেড়ে  চলে  গিয়ে  খুব  কাঁদিয়ে  ছিলি . তোকে  অনেক   খুজেছিলাম  জানিস ?? পাইনি কোত্থাও  রে ..


কিছু  বছর  পরের  কথা  - আমি ১ দিন  অন্য একটা  পাড়ায়  তোকে  এতো  দিন  পরে  আবার  আবিষ্কার  করলাম –

তুই  তো  অনেক  বড়ো হয়ে  গেছিস রে ? তুই  যদি  আমায়  দেখতে  পেয়ে  ছুট্টে  না আসতিস তাহলে  যে  তোকে  চিনতেই পারতাম  না। আমার  পেছন  পেছন  এসে   আমার  বাড়ির  কাছে  এত  বছর  পরে  আবারো  এলি। তোর সবই  মনে  আছে  , কিন্তু  দেখ -- আমি ,আমার  ভাই  তোকে  চিনতেও  পারিনি । অনেক্ষন  ছিলি  তারপর  আবারো  গেলি  চলে ...  তারপর  থেকে  তোকে  মাঝে  সাজেই  সেই  পাড়াতেই  তাই  দেখতে  পেতাম। আমায় দেখলেই  তোর  ছুটতে  আসাটা কিন্তু  এখনো  বদলায়  নি।  



কিন্তু  আজ  কাল  আর  তোকে  দেখিনা  কেন  রে ?? তুই  ভালো  আছিস  তো ? ফিরে আয়   বন্ধু  আমার।


→ স্বীকারোক্তি :-   তোরাই    মাত্র  জানিস  ভালোবাসার  দাম  দিতে  বন্ধু
মানুষ  কে  ভালোবেসেও  কেউ  কেউ  অচেনা  হয়ে  যায় , পাশ  দিয়ে  চলে  গেলেও  চিনতে  পারেনাযতদিন স্বার্থ ঠিক ততদিন এরা চেনে একে অপর কে  আমরা মানুষ তো তাই.   

সেখানে তুই  শেখালি যে  বন্ধু  কে  কোনো  দিনই ভোলা  যায়না .

ফিরে  আয়  বন্ধু আমার  ..আবার  ফিরে  আয় ---
 আজ  তোদের  মতোই বন্ধুর  আমাদের  মানব  জীবনে যে  বড়োই  প্রয়োজন  


~ সায়ন  চ্যাটার্জী

Saturday, 17 June 2017

The Ghost of Jhargram


The ghost of Jhargram
Year- 2005

 
Then i would go with some friends at Raghunathpur  in a private coaching center . All of the chatting abuses in reading, there was no exception to us. One of our friends, Souman, asked for one day, that the activity of ghost activity grew on the street near the crematory in Jhargram.

Although we do not believe in the first place, he will leave us with our reasoning. He said that his uncle is in his old Jhargram house, his shop in Jhargram Jubilee Market .

At 10.30 pm, when he went to the bicycle in the time of returning home, he took the road to the side of the crematorium, or someone thought he was dragging his bike back. It would have been difficult to drive a bike, but he was able to go quickly or through the road with a lot of pressure on Paddle.


Naturally we did not believed any such thing in the words, but in the reverse, I used to tell you my son's story of boyhood.
So one day Souman challenged us and said - Okay, do not you see?? then prove it , what is the night after 10.30 at the side of the crematory ??
We decided to do so but with Souman who will be going only.
We had to leave our coaching at 9.30 in the night. If the house was delayed by 15 minutes, the apology to our parents would have been tought.
What can be done The plan is  to Tanmay's birthday, so after the tution we will go to his home.
We got out like a Saturday night. Why Saturday?? This is what happens with Soumen's uncle or on Saturday. So nowadays only if the house returns back 10.30 on Saturday.
The sky is clouded, but there is no chance of rain – we came to Jhargram crematory road.


I asked to Soumen - Where is your ghost buddy??
Souman said the ghost did not  appears to see - I can say that – its only through feel .


 It's going to be 10.30 in the next street.

There is no such light in front of that time, as it is now. I do not know whether ghost believed or not, but i was a little bit scared.
For a while we have not understood anything on the road.
Finally, I said, "Brother Bhutta, we will not be able to see the big lazoos, your maternal uncle is only visible.
 
Hottat !!! I feel like running a bike. Understand that someone is pulling my bike back from behind.
Soumen's screams turned to bombs. Souman was sitting in his carrier behind the tan mike cycle, after a flurry of Soumen went on the street. I was afraid to continue bicycle.
Going a little while I saw Tanmay and saw Souman rushing to come to us.
Suddenly, after approaching, Souman said, "Let's go home early."
On that night, Soumen did not say anything else to us.


We came back to our home. Back home I thought that night a lot -


The next morning I went to Soumen's house and met him.
I told him to arrange to fool me good? Tomorrow you pull my bike back from the back and try to escape ??
Souman shook his head and said, "I do not think that ghosts should be caught by myself.

Mean ??

Souman said by very scared voice  -
That means, in the night, I had thrown any unknowable power from the bicycle, when I went to take a lot of trouble, it seemed that someone wanted to keep down, and when I started running, someone was running behind me. You forgive me, brother.

Understand the stem?? ⤮
Did that really happen on that day?? Is not all the only illusion of Souman's brain-borned fear ??
Think about it - or can you go ??

Saturday at 10.30 am - Do not go a little closer to the side of the Jhargram crematory road??

➤Maybe there can be any goodness of it.

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...