Tuesday, 20 June 2017

বন্ধু আমার



এক  বর্ষণমুখর  রাত  এ. . 


তোকে  প্রথম  বার  আবিষ্কার  করেছিলাম  আমাদের  বাড়ির  বারান্দাতে - ছোট্ট  সাদা  কালো  শরীর  টাকে  গুটিয়ে  রেখেছিলি  ভয়ে বৃষ্টি  তে  ভিজেও  গেছিলি , কুই  কুই আওয়াজ  করে  একটু  আশ্রয়  চেয়েছিলি। 

আমি  আর   আমার  ভাই  তোকে  কাপড়  দিয়ে  ঢেকে ,কিছু  খেতে  দিয়েছিলাম। তুই  অবাক  হয়ে  তোর  মায়া  ভরা  চোখ  দিয়ে  আমাদের  দেখছিলি।

সকাল  হতেই  আমরা  দুই  ভাই  তোকে একটা  ছোট্ট  ঘর  বানিয়ে দিয়েছিলাম , তুই  ছিলোও  তাতে  বেশ  সুখেই। 

তোর  আমার  এক  ইশারায়  ছুটে  আশা , তোর  পুচকে  লেজটাকে  নাড়িয়ে আনন্দের   বাহির  প্রকাশ, সবই  মনে  পরে।  

 তারপর ১ দিন হটাৎ  করেই  তুই  আমাদের  ছেড়ে  চলে  গিয়ে  খুব  কাঁদিয়ে  ছিলি . তোকে  অনেক   খুজেছিলাম  জানিস ?? পাইনি কোত্থাও  রে ..


কিছু  বছর  পরের  কথা  - আমি ১ দিন  অন্য একটা  পাড়ায়  তোকে  এতো  দিন  পরে  আবার  আবিষ্কার  করলাম –

তুই  তো  অনেক  বড়ো হয়ে  গেছিস রে ? তুই  যদি  আমায়  দেখতে  পেয়ে  ছুট্টে  না আসতিস তাহলে  যে  তোকে  চিনতেই পারতাম  না। আমার  পেছন  পেছন  এসে   আমার  বাড়ির  কাছে  এত  বছর  পরে  আবারো  এলি। তোর সবই  মনে  আছে  , কিন্তু  দেখ -- আমি ,আমার  ভাই  তোকে  চিনতেও  পারিনি । অনেক্ষন  ছিলি  তারপর  আবারো  গেলি  চলে ...  তারপর  থেকে  তোকে  মাঝে  সাজেই  সেই  পাড়াতেই  তাই  দেখতে  পেতাম। আমায় দেখলেই  তোর  ছুটতে  আসাটা কিন্তু  এখনো  বদলায়  নি।  



কিন্তু  আজ  কাল  আর  তোকে  দেখিনা  কেন  রে ?? তুই  ভালো  আছিস  তো ? ফিরে আয়   বন্ধু  আমার।


→ স্বীকারোক্তি :-   তোরাই    মাত্র  জানিস  ভালোবাসার  দাম  দিতে  বন্ধু
মানুষ  কে  ভালোবেসেও  কেউ  কেউ  অচেনা  হয়ে  যায় , পাশ  দিয়ে  চলে  গেলেও  চিনতে  পারেনাযতদিন স্বার্থ ঠিক ততদিন এরা চেনে একে অপর কে  আমরা মানুষ তো তাই.   

সেখানে তুই  শেখালি যে  বন্ধু  কে  কোনো  দিনই ভোলা  যায়না .

ফিরে  আয়  বন্ধু আমার  ..আবার  ফিরে  আয় ---
 আজ  তোদের  মতোই বন্ধুর  আমাদের  মানব  জীবনে যে  বড়োই  প্রয়োজন  


~ সায়ন  চ্যাটার্জী

No comments:

Post a Comment

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...