Sunday, 21 January 2018

ফিরে দেখা আমার সরস্বতী পূজা।

আজ বিদ্যা দেবীর আরাধনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।

এই দিনটাতে পুরোনো কিছু কথা মনে পরে যাচ্ছে -😎
এত দিন লোভ সংবরং করে আজকের দিনেই খেতাম প্রথমবার কুল। যদিও একবার পুজোর আগেই খেয়ে নিয়েছিলাম। সবাই ভয় দেখিয়েছিলো এবারে পাক্কা ফেল করবি। 🍒
বিদ্যার দেবীর কাছে আমার ব্যাকুল আরাধনা , মা এ বছর টা পাশ করিয়ে দিও পরের বছরে আর কুল খাবো না তোমায় আগে না দিয়ে। 🤣

স্কুলে সবার সাথে একসাথে দাঁড়িয়ে পূজো দেওয়া , প্রথমবার চেনা বান্ধবীকে শাড়ীতে দেখে অনেকটা অচেনা লাগা , 🤱আর একই রকম ভাবে মেয়েটির চোখে নতুন পাজামা পাঞ্জাবি পরে একটু করে অন্যরকম হয়ে ওঠা ,এসবের একটা আলাদা অনুভূতি ছিল। 😍


সে আজও রয়েছে - কিন্তু এখন এগুলো বড্ডো লোক দেখানো হয়ে যাচ্ছে। প্রেম আগে ছিল সুপ্ত মনের গভীর অভিলাষা। আর এখন অন্য কে জাহির করার অদম্য ইচ্ছে টাই বেশি। 🕵️‍♀️

তবুও সময় দিন কাল পাল্টালেও বাঙালির এই অঘোষিত প্রেমের দিনটি ফিরে ফিরে আসবে নতুন প্রজন্মের হাত ধরে যুগে যুগে।💕

3 comments:

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...